মথুরাপুর ২: কালীপূজা উপলক্ষে রায়দিঘি থানাতে, নরনারায়ন সেবা ও বস্ত্র বিতরণ আয়োজন করা হয়
সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামা পূজার উপলক্ষে আজ নরনারায়ণ সেবা ও এলাকার দুস্ত ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা ও রায়দিঘি থানার পুলিশ আধিকারিকগন এদিন বিধায়ক নিজ হাতে ভোগ বিতরণের পাশাপাশি দুস্ত ব্যক্তিদের হাতে শীত বস্ত প্রদান করেন। পাশাপাশি তিনি রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জির এই যে মানবিক উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়দি