বান্দোয়ান: SIR সমস্যা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে বান্দোয়ান বিধানসভায় খোলা হলো সহায়তা কেন্দ্র,উপস্থিত জেলা সভাপতি
SIR সমস্যা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে বান্দোয়ান বিধানসভায় খোলা হলো সহায়তা কেন্দ্র।সোমবার সকাল ৯ টা নাগাদ বান্দোয়ান শহরে সেই সহায়তা কেন্দ্র পরিদর্শনে যান পুরুলিয়া জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সোরেন। উপস্থিত ছিলেন বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগদীশ মাহাতো,মহিলা সভানেত্রী টুলু চক্রবর্তী সহ দলীয় কর্মীরা।