আলিপুরদুয়ার ১: নবমীতে আলিপুরদুয়ারে অসুর হয়ে নামলো বৃষ্টি; মন্ডপে জলে সমস্যা;পুলিশের পক্ষ থেকে মণ্ডপের কাঠামো ও বিদ্যুৎ নিয়ে সতর্কতা
দুর্গাপুজোর সময় বৃষ্টি পূর্বাভাস ছিল।সেটা পুজোর প্রথম দিকে না দেখা গেলেও শেষের দিকে দেখা যাচ্ছে।বুধবার আলিপুরদুয়ারে অসুর হয়ে নামলো বৃষ্টি।এদিন দুপুর দুটো নাগাদ দেখা যায় শহরের অনেক মণ্ডপের বাইরে জল জমে রয়েছে।শহরের উপল মূখর,স্বামী বিবেকানন্দ,যুব সংঘ কালিবাড়ি পুজো মন্ডপের বাইরে জল জমে থাকতে দেখা গিয়েছে।পুজো কমিটির সদস্যরা সেই জল বের করার কাজও শুরু করেছে।