নাকাশিপাড়া: সলি টোল প্লাজায় নতুন কোম্পানির হস্তান্তর চাকরি যাওয়ার সম্ভাবনা ছিল ১১৭ জনের আন্দোলনের পর পুনর্বহাল করা হলো
ঘটনাটি নাকাশীপাড়ার শলী বামনডাঙ্গা টোল প্লাজায় ।আগের যে কোম্পানি ছিল তাদের ছিলেন মহিলা সহ ১১৭ জন কর্মী । সেই কর্মীদের নতুন কোম্পানি তাদেরকে ছাটাই করে অন্য নতুন কর্মীদের আনা হবে এই সংবাদ লোকোমুখি প্রচারে জানতে পারেন কর্মীরা। এরপরেই তারা গতকাল থেকেই আন্দোলনের নামেন ।সেই আন্দোলনের পর আজ নাকাশিপাড়া পুলিশ প্রশাসন সেখানে যান এবং টোল কর্মীদের সঙ্গে এবং টোলের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর সেই কর্মীদের পুনর বহাল করা হলো। কাজ ফিরে পেয়ে তারা অত্যন্ত খুশি ।