ময়ূরেশ্বর ১: সমস্ত সিভিকই এক গোত্রের, মল্লারপুরে আজ রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক
সমস্ত সিভিকই এক গোত্রের, মল্লারপুরে আজ রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত এবার সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য বীরভূমের পাইকর। বীরভূমের পাইকরে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গ্রামেরই এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বলে জানা যায়। ওই মহিলার অভিযোগ, সোমবার গভীর রাতে ওই সিভিক ভলান্টিয়ার জোর করে তার বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে।