ধর্মনগর: আনন্দবাজার এলাকায় সারা ভারত কৃষক সভার বাজার সভায় ২ পরিবারে মোট ৯ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করে
ধর্মনগর মহকুমার আনন্দবাজার এলাকায় সারা ভারত কৃষক সভার এক বাজার সভা ও যোগদান সভা অনুষ্ঠিতহয়। এই যোগদান সভায় দুই পরিবারে মোট ৯ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে লাল ঝান্ডা হাতে তুলে নেন lতাদেরকে বরণ করেন ৫৭ যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ এবং সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য প্রসন্ন ত্রিপুরা l