পুরুলিয়া ১: বিজেপি BLA এর কাছ থেকে এস আই আর ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দার উপরে
SIR ফর্ম পূরণ করার সময় প্রতিবেশী যুবকের মারে আহত bjp এর তেলিডি সংসদের বি এল এ, টামনা থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। গত ১৯-নভেম্বর টামনা থানার অন্তর্গত তেলিডি সংসদে bjp বি.এল. এ. সঞ্জয় গোপ SIR এর ফরম পূরণ করছিল,এমন সময় ওই গ্রামেরই প্রভাত গোপ নামের এক ব্যক্তি তার উপর চড়াও হয় এবং এস আই আর এর ফরম ছিঁড়ে দেয়, তাকে বাধা দিতে এলে সঙ্গে ওর আত্মীয়কেও মারপিট করা হয় বলে অভিযোগ। বলরামপুর মণ্ডল 2 এর সভাপতি বিস্তারিত জানান দিন বিকেলে।