ফরিদপুর দুর্গাপুর: আইকিউসিটিতে চিকিৎসক ছাত্রীর ওপর নির্যাতনের ঘটনায় দুজনকে গোপন জবানবন্দীর জন্য নিয়ে আসা হলো দুর্গাপুর মহকুমা আদালতে
আইকিউসিটিতে চিকিৎসক ছাত্রীর ওপর নির্যাতনের ঘটনায় দুজনকে গোপন জবানবন্দীর জন্য নিয়ে আসা হলো দুর্গাপুর মহকুমা আদালতে মঙ্গলবার দুপুর তিনটের সময়। রবিবার দুজনকে পুলিশই হেফাজত থেকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরেই সেই দুজনের গোপন জবানবন্দির জন্য দুর্গাপুর মহাকুমা আদালতে নিয়ে আসা হলো। সেই দুজনের নাম শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, 164 যেটা BNSS র 183 ধারায় বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবে।