পূর্ব নির্ধারিত সূচি মেনে আজ বেলা বারোটা নাগাদ প্রকাশিত হল রাজ্যের ভোটার তালিকার খসড়া প্রকাশ। তালিকা নিয়ে রাজ্যের সমস্ত বি এল এবং সুপারভাইজাররা বুথে পৌঁছন। পাশাপাশি অনলাইনেও প্রকাশ করা হয় তালিকা। হাওড়া জেলা ও তার অন্যটা নয়। হাওড়ার বিভিন্ন বুথেও দেখা গেল একই চিত্র। বিএলও এবং সুপারভাইজাররা বুথে পৌঁছতেই উৎসুক মানুষের ঢল সেখানে ভিড় করে। স্বভাবতই তারা জানতে চান তাদের নাম ভোটার লিস্টে রয়েছে।