কাকদ্বীপ: কাকদ্বীপ লড নম্বর এইটে 2026 গঙ্গাসাগর মেলায় আলোয় সেজে উঠেছে
২০২৬ গঙ্গাসাগর মেলা কাকদ্বীপ নম্বর এইটের বিভিন্ন ফেরিঘাট আলোয় সেজে উঠেছে তবে গঙ্গাসাগর মেলায় যে সমস্ত তীর্থযাত্রী কপিল মুনি মন্দিরের যাওয়ার উদ্দেশ্যে এসেছে তারা কিন্তু কাকদ্বীপ লড নম্বর এইটে রয়েছে কারণ মুড়িগঙ্গা নদীর জল কমে যাওয়ার কারণে তাই ভেসেল বন্ধ রয়েছে।