সুন্দরবন লাগোয়া কুলতলীর গোপালগঞ্জ অঞ্চলের সানকিজান এলাকার ঘটনা। দুইটি পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল ,আজ তা চরমে পৌঁছায়। এক প্রতিবেশী অপর প্রতিবেশীর কান ছিড়ে ফেলে। দুই প্রতিবেশী কুলতলী থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে কুলতলী থানার পুলিশ।