পুরুলিয়া ২: পুরুলিয়া শহরের রথ তলায় কালী পুজোয় মন্ডপে জ্যান্ত ভূত-পেত্নী দেখতে মানুষের ভিড় কালীপুজোয়
পুরুলিয়া শহরের রথ তলায় কালীপুজোর মণ্ডপে জ্যান্ত ভূত-পেত্নী দেখতে মানুষের ভিড়। প্রতিবছর এই পূজা মণ্ডব ঘিরে একটা নতুন আকর্ষণ থাকে শহরবাসীর মধ্যে। ছোট ছোট ছেলেমেয়েরা জ্যান্ত ভূত-পেত্নী সাজেন সেই দেখতেই দূর-দূরান্ত থেকে মানুষের ভিড় হয় মণ্ডপে। আজ কালীপুজোর পরের দিনেও দেখা গেল মানুষের ভিড়।