ইংরেজবাজার: ইংরেজ বাজার থানার নতুন আই সি হলেন বাপন দাস
ইংরেজ বাজার থানার নতুন আই সি হলেন বাপন দাস। তিনি আগে ইংলিশ বাজার থানার সাইবার ক্রাইম থানায় ছিলেন। এর আগে ইংলিশ বাজার থানার আই সি ছিলেন সঞ্জয় ঘোষ। তাকে গতকালই ক্লোজ করা হয়। বুধবার সকাল ১১ টা নাগাদ পুলিশ সূত্রে জানা গেছে, আই সি সঞ্জয় ঘোষকে ক্লোজ করার পর গতকাল রাত্রেই দায়িত্বভার নিয়েছেন বাপন দাস।