পোলবা-দাদপুর: পোলবা দদপুর ব্লকের সেঁইয়া বয়েস ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল সেঁইয়া প্রাথমিক বিদ্যালয়ে
পোলবা দদপুর ব্লকের সেঁইয়া বয়েস ক্লাবের পরিচালনায় ও চুঁচুড়া লাইন্স ক্লাবের সহযোগিতা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সেঁইয়া প্রাথমিক বিদ্যালয়ে। আজ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রত্যেক বছরের মতো এই বছরও রক্তের সংকট মেটাতে সাইয়া বয়েজ ক্লাবের পরিচালনায় ও চুঁচুড়া লাইন ক্লাবের সহযোগিতায় এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এবছর তাদের এই শিবির সপ্তম বর্ষে পদার্পণ,,