রামনগর ১: সমুদ্রসৈকত দিঘায় পুজোর মুখে উলটপুরান,পুজোর চেনা ছবি পুরোটাই উধাও,পর্যটক শূন্যতায় ভুগছে দীঘা
সমুদ্র সৈকত দিঘায় পুজোর মুখে ওলট পুরান পর্যটক এ ঠাসা সৈকতের জায়গায় কেবল মেঘলা আকাশ আর টানা বৃষ্টি |অন্যান্য বছর দিঘাতে এই পুজোর সময় দেশ-বিদেশের পর্যটকদের সরগম থাকত হোটেল রেস্টুরা থেকে শুরু করে ছোটখাটো ব্যবসার সব কিছুই জমে উঠতো পুজোর ছুটির ভিড়ে সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের ভিড় হোটেলগুলোতে আগে থেকে বুকিং সব মিলিয়ে এক উৎসবের আবহাওয়া থাকে দীঘায়। এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে উল্লেখযোগ্য হবে কমে গেছে পর্যটকদের ভিড় |পর্যটক শূন্যতায় ভুগছে দীঘা |