ধর্মনগর: ধর্মনগর ডিএন বি স্কুল মাঠে এ্যাথলেটিক ক্লাবের শ্যামা পুজো-র শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়
ধর্মনগর ডিএন বি স্কুল মাঠে এ্যাথলেটিক ক্লাবের শ্যামা পুজো-র শুভ সূচনা করেন রাজ্যের সমাজকল্যাণ, সমাজশিক্ষা, শ্রম ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিংকু রায়। এবারের পুজোর থিম — “অপারেশন সিঁদুর”। আধুনিক লেজার শো’র মাধ্যমে এই থিমের নানা দিক ও চিত্র ফুটিয়ে তোলা হবে। উদ্যোক্তাদের দাবি, প্রায় ১৮ লক্ষ টাকার বাজেটের এই পুজো এ বছর পা দিল ৬৪ তম বছরে। তাঁদের আশা, অভিনব উপস্থাপনার মাধ্যমে এবারের পুজো দর্শকদের সামনে এক নতুন মাত্রা যোগ করবে।