নলহাটি ২: উত্তরবঙ্গে বিজেপির সাংসদ ও বিধায়ক কে মারধোরের ঘটনায় ভদ্রপুরে টায়ারে আগুন জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি
ভদ্রপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় বিজেপির পথে বসে বিক্ষোভ কর্মসূচি। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হওয়ায় ও সব বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়ে রক্তাক্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সাথে আরো এক বিজেপির বিধায়ক শংকর ঘোষ ছিলেন। তিনি ও আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দাবি তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই ঘটনা ঘটিয়েছে।