আলিপুরদুয়ার ২: অযত্নে অবহেলায় যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার গাছ
যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালের সবুজ শ্রী প্রকল্পের দেওয়া চারা গাছ নষ্ট হচ্ছে এমনটাই দেখা গেল হাসপাতালে গিয়ে সোমবার বিকেল পাঁচটা নাগাদ। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান দেশ বাঁচান। যখন এই শ্লোগান উঠছে স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের মুখ থেকে ঠিক সেই সময়ে অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে যশোডাঙ্গা হাসপাতালে রাখা সবুজ শ্রী প্রকল্পের চারা গাছগুলো। সদ্যোজাত শিশুর জন্মানোর পর মায়ের হাতে দেওয়া হয় এই চারা গাছ।