ময়না: দীঘা-মেছেদা রেললাইনের নন্দকুমারে ট্রেনের ধাক্কা মৃত্যু ফতেপুরের এক ব্যক্তির,মৃতদেহের ময়নাতদন্ত হলো তমলুক হসপিটালে
দীঘা মেচেদা রেল লাইনের নন্দকুমারের ট্রেনে ধাক্কায় মৃত্যু ফতেপুরের এক ব্যক্তির মৃতদেহের মানা তদন্ত হলো তমলুক হসপিটালে |জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নবদ্বীপ জানা বয়স ৫২ বছর গতকাল নন্দকুমার হাইরোড এর কাছে জাতীয় সড়কের উড়ালপুরের নিচে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি মেচেদা গামি একটি লোকাল ট্রেনে ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়, রেল পুলিশ সেই মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হসপিটালে পাঠায়।সে মৃতদের ময়নাতদন্ত করা হয় আজ |