মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হল বিশেষ কর্মসূচি ‘উন্নয়নের পাঁচালি’। এদিন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, পরিকাঠামো থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজ্যের অগ্রগতির চিত্র তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে। সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও তার সুফল সম্পর্কে অবগত করা হচ্ছে সাধারণ মানুষকে।