নানুর: কীর্ণাহার রিন্টিস্ স্টাডি সেন্টারে একাংশ মহিলা পড়ুয়া রক্তদান করে এলাকায় নজির স্থাপন করলেন
কীর্ণাহার পূর্ব পট্টির রিন্টিস্ স্টাডি সেন্টারে'র পড়ুয়া দের উদ্যোগে রবিবার স্পন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের আয়োজন। যেখানে অধিকাংশ মহিলা পড়ুয়া'রাই রক্তদান শিবিরের আয়োজন থেকে শুরু করে রক্তদানেও এগিয়ে আসেন। এদিন ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে ওই শিবিরে।উপস্থিত ছিলেন- সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, বিশিষ্ট সমাজ সেবী মনোজ ঘোষ, ইন্দ্রজিৎ দাস সহ অন্যান্যরা।ওই স্টাডি সেন্টার।