হাইলাকান্দি: মনিপুর বাগান নাচঘরে ৩০ হাজার টাকার টিন ক্রয় করে দিলেন প্রাক্তন বিধায়ক
দক্ষিণ হাইলাকান্দিতে বিভিন্ন স্থানে জনসাধারণের সাথে মতবিনিময় করে এলাকাবাসীর খোঁজ খবর নেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। আর এলাকাবাসীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি আজ মঙ্গলবার। এদিন,মনিপুর বাগান নাচঘরে ৩০ হাজার টাকার টিন ক্রয় করে দিলেন প্রাক্তন বিধায়ক রাহু রায় বলে এক বিবৃতিতে জানা গেছে রাত সাড়ে নয়টা নাগাদ।