হাইলাকান্দি: গ্রামের যোগাযোগে অভাবনীয় পরিবর্তন নিশ্চিত করতে প্রয়াস জোরদার বললেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর
জনসাধারণের উন্নয়নে সদায় পাশে এবং এলাকার রাস্থা সংস্কার সহ যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। আজ বুধবার ডিলিমিটেশন পরবর্তী আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনের সাহাবাদ,কাটলিছড়া,আমতলা এলাকার জনসাধারণের উন্নয়নের খোঁজ খবর নিয়ে বিকেল সাড়ে ছয়টা নাগাদ এভাবে অভিমত প্রকাশ করেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর।