কালনা ২: সমুদ্রগড় হিমঘরে লিফটের বেল্টে হাত জড়িয়ে আহত শ্রমিক, চিকিৎসাধীন কালনা হাসপাতালে
কালনার নাদনঘাট থানার সমুদ্রগড় হিমঘরে মুুটিয়ার কাজ করতে এসে লিফটের বেল্টে হাত জড়িয়ে গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। বর্তমানে রক্তাক্ত অবস্থায় আহত যুবককে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, একটি বস্তা নিতে গিয়ে তাঁর হাত লিফটের বেল্টে ঢুকে যায়।