নানুর: গোষ্ঠ ও রাস উৎসব উপলক্ষে কীর্ণাহার পাঠ বাড়িতে আয়োজিত মহোৎসব এবং নাম সংকীর্তন
গত বুধবার ছিলো গোষ্ঠ যা ত্রা আর সেদিন কীর্ণাহার চণ্ডীদাস পাট বাড়ির গোষ্ট পুজোর পর সমগ্ৰ গ্ৰাম জুড়ে বের করা হয় রাধা কৃষ্ণের বিগ্ৰহ নিয়ে বিশেষ শোভাযাত্রা। এরপর চলতি সপ্তাহের বুধবার রাস পূর্ণিমা দিনেও বিশেষ পুজো ও নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল ওই পাট বাড়িতে।এদিনই দুপুরে গোষ্ঠ ও রাস পূর্ণিমা উপলক্ষে চার হাজার ভক্ত দের জন্য আয়োজন করা হয়েছিল মহোৎসবের। মহোৎসব শেষে সন্ধ্যা থেকে ফের শুরু করা হয় নাম সংকীর্তন। রাস উৎসবের দিনেই এই ধরনের অনুষ্ঠান যেন রাস।