খয়রাশোল: সদাইপুরে আমবাগান থেকে বিশাল অজগর উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সদাইপুর থানার সগর এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার হলো এক বিশালাকায় অজগর। স্থানীয়দের চোখে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপপ্রেমী অমিত শর্মা নিরাপদে অজগরটিকে উদ্ধার করেন। অজগর সাপটি দেখতে এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। অনেকেই মোবাইলে সেই দৃশ্য বন্দি করেন। অমিত শর্মা জানান, বনদপ্তরের সহায়তায় সোমবার উদ্ধার হওয়া অজগরটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।