ডোমজুড়: ডোমজুর থানার অন্তর্গত রাঘবপুর এলাকায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়
Domjur, Howrah | Dec 22, 2025 ডোমজুর থানার অন্তর্গত রাঘবপুর এলাকায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ।এই ঘটনায় উত্তেজনা ছড়ায় সোমবার আনুমানিক রাত নটা ৩০ নাগাদ।অভিযোগ এলাকায় রাস্তা তৈরীর কাজ হচ্ছিলো।ঠিকাদার সংস্থার এক কর্মী এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ।গ্রামের বাসিন্দারা ওই ঠিকাদার সংস্থার গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী ও রাফ ঘটনাস্থলে আসে।অভিযুক্তকে গ্রেফতারের দাবী এলাকাবাসির।