নন্দীগ্রাম ১: টোটো চালকদের সুরক্ষার দাবিতে আজ নন্দীগ্রামে BDO অফিসে স্মারকলিপি প্রদান করলো DYFI
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশান বা DYFIর নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে টোটো চালকদের সুরক্ষার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে নন্দীগ্রাম-১BDO অফিসে স্মারকলিপি প্রদান করলো। উপস্থিত ছিলেন DYFI নন্দীগ্রাম-১লোকাল কমিটির কনভেনার তাহেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব গন