নন্দীগ্রাম ২: পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল BJP বচসা,হাতাহাতি,আজ বিরুলিয়ায় উভয় দলই দূষলো একে অপরকে
পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম-২ব্লকের বিরুলিয়া বাজারে BJPর নির্বাচিত জেলা পরিষদের সদস্য অরূপ জানা তৃণমূলকংগ্রেসের দলীয় কার্যালয়ে BJP পতাকা লাগায় বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। দলীয় কার্যালয়ে কেন BJP পতাকা লাগবে তৃণমূল কর্মীদের এই প্রশ্নকরা মাত্রে উভয় দলের কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে।সেই বচসা থেকে হাতাহাতি হয় বলে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুনীল বরণ জানার অভিযোগ।তিনি বলেন BJP পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই পায়ে পা তুলে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।অপর দিকে এ