মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের পথশ্রী-৪ প্রকল্পের আওতায় নির্মীয়মান ঢালাই রাস্তা নিয়ে তীব্র অভিযোগ উঠেছে। “বাংলার মাটি–বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ” কর্মসূচির মাধ্যমে পলাশবাটি সংসদে সাজ্জাদুর রহমানের বাড়ি থেকে লতিব শেখের বাড়ি পর্যন্ত ০.৭১২ কিলোমিটার দীর্ঘ ও ৩ মিটার চওড়া রাস্তা নির্মাণের কাজ শুরু হয় ১১ ডিসেম্বর ২০২৬। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৪ লক্ষ ৪৩ হাজার ৪৬১ টাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা নির্মাণে অত্যন্ত নিম