মাথাভাঙা ১: মাথাভাঙ্গা হাজরা হাটে বিজেপির বিজয়ের সম্মেলনী ও মিছিল অনুষ্ঠিত হলো
শনিবার বিকাল 5 টা নাগাদ মাথাভাঙ্গা বিধানসভার 4 নং মন্ডলের অন্দরন পখিহাগাতে বিজয়া সম্মিলনী ও আত্মনির্ভর ভারত কর্মশালা অনুষ্ঠিত হলো শেষে সেখানে মিছিল করা হলো , উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন , জেলা সাধারন সম্পাদক মনোজ ঘোষ , মন্ডল সভাপতি বিমল বর্মন মহাশয় , জেলা কমিটির সদস্য শেখর রায় সহ আরও অনেকে ।