রায়গঞ্জ: পশ্চিম বাংলার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কথা আর শুনছে না, রায়গঞ্জের পরিবর্তন সভায় বললেন BJP র জেলা সভাপতি
পশ্চিম বাংলার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কথা আর শুনছে না, রায়গঞ্জের পরিবর্তন সভায় বললেন BJP র জেলা সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় BJP র জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, রাজ্য জুড়েই কয়েকটি বিষয়কে সামনে রেখে তাদের পরিবর্তন সভা চলছে। সেই মোতাবেক রায়গঞ্জের ৪ নাম্বার ওয়ার্ডে তাদের পথসভা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মানুষ এখন আর তৃনমুল কংগ্রেসের কোনও কথা শুনছে না। তারা BJP র মুখের দিকে তাকিয়ে আছে।