পান্ডুয়া: হুগলী সদর মহকুমা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো পান্ডুয়ার বৈচিগ্রামে
Pandua, Hooghly | Dec 24, 2025 হুগলী সদর মহকুমা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো পান্ডুয়ার বৈচিগ্রামে। খেলা শেষে আজ বুধবার বৈকাল পাঁচটা নাগাদ পান্ডুয়ার বৈঁচি চক্রের পক্ষ থেকে জানানো হয় এদিন হুগলি সদর মহকুমা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৈঁচিগ্রামের কমলে কামিনী পার্কের মাঠে। বৈঁচি চক্রের পরিচালনায় এদিনের এই খেলা অনুষ্ঠিত হয়। জানা যায় প্রাথমিক পর্যায়ে হুগলি সদর সাব ডিভিশনের সমস্ত বিদ্যালয় নিজ,,