রামপুরহাট ২: অনন্তপুর কানাইপুর প্রিমিয়ার লিগের প্লেয়ার নিলাম সম্পন
শনিবার বিকেলে রামপুরহাট ২ নম্বর ব্লকের কানাইপুরে অনুষ্ঠিত হলো এ কে পি এল অনন্তপুর কানাইপুর প্রিমিয়ার লিগের নিলাম। এ বছরের আসরে অংশ নিচ্ছে মোট দশটি দল। প্রতিটি দলের বাজেট নির্ধারিত হয় কুড়ি হাজার টাকা। নিলামে ২২০ জন খেলোয়াড়ের মধ্যে থেকে ১২৫ জন খেলোয়াড় বিক্রি হয়েছে। বিভিন্ন দলে নিজেদের পছন্দমতো খেলোয়াড় তুলে নেওয়া হয়। আগামী দিনে এই প্রতিযোগিতা ঘিরে কানাইপুর ও আশপাশে জমে উঠবে ক্রীড়ামোদীদের উৎসাহ।