গাজোল: দুঃস্থ পরিবারের ১ অষ্টম শ্রেণীর ছাত্র নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি পর, দূর্গা পূজা করে তাক লাগিয়ে দিলেন ময়না এলাকায়
Gazole, Maldah | Sep 30, 2025 দুঃস্থ পরিবারের এক অষ্টম শ্রেণীর ছাত্র নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি পর পূজা করে তাক লাগিয়ে দিলেন গাজোল বাসীদের মধ্যে।আজ মঙ্গলবার বেলা ১ টা নাগাদ মহা অষ্টমী পূর্ণ তিথিতে দূর্গা মায়ের পুজো করেন। এবং সন্ধিপুজোও করেন নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে দুর্গা মায়ের পুজোর কয়েকদিন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ওই ছাত্র নিজেই পূজা করেন।জানা যায় ও ছাত্রের নাম শুভঙ্কর সরকার, বাবা সনাতন সরকার মা রিতা সরকার। বাড়ি গাজোল ব্লকের আলাল অঞ্চলের ময়না কৃষ্ণপল্লী এলাকায়। সে