নন্দীগ্রাম ২: গ্রামীন ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে খোদামবাড়িতে স্টেডিয়াম গড়বে জেলা পরিষদ, বলেন সভাধিপতি উত্তম বারিক
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ব্লকের খোদামবাড়ি ইউনিয়ন সার্বিজনীন দুর্গোৎসবের ৭০তম বর্ষে শুভ্রাংশু স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতা শুভারম্ভ হয়েছিল গত ১৪ই সেপ্টেম্বর। আজ তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। চন্ডিপুর কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাঁতরাগাছি।পুরস্কারবিতরণী সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক,গ্রাম প্রধান মৌমিতা মন্ত্রী,উপপ্রধান সুনীল বরণ জানা সহ আনন্দ ভাল করে