বারাসাত ১: নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল,বামনগাছি কুলবেড়িয়ায় রাতের আধারে ক্যাম্প করে SIR ফর্ম সংগ্রহ করলেন BLO
এস আই আর ফরম সংগ্রহ করতে নাজেহাল blo তাই রীতিমতো রাতের অন্ধকারে এলাকায় একটি দোকানে ক্যাম্প করে এসআইআর ফর্ম সংগ্রহ করছেন বি এল ও এমনই ছবি ধরা পরলে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ১১ নম্বর পারটে, নির্বাচন কমিশনের নির্দেশিকা ছিল বিএল ওরা প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দেবেন এবং সেই ফর্ম সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পরে বিএল ওরা খোদ নিজেরা গিয়ে সেই ফর্ম সংগ্রহ করবেন, তবে বামুনগাছিতে এক অন্য