বাঘমুণ্ডী: বাগমুন্ডি অযোধ্যা পাহাড় এলাকায় ২১ টি বুনো হাতির বাস, আতঙ্কে এলাকাবাসীরা
বাগমুন্ডি অযোধ্যা পাহাড় এলাকায় ২১ টি বুনো হাতির বাস, আতঙ্কে এলাকাবাসীরা। শুক্রবার বিকাল ৪ টা নাগাদ বনদপ্তর সূত্রে জানা যায় পুরুলিয়া জেলার মধ্যে আরশা জারটার মৌজায় হাতি একটি, মাঠা অযোধ্যা রেঞ্জের টিকরটার এবং ছাতরাজারা মৌজায় হাতি সতেরোটি, মাঠা রেঞ্জের চড়ক পাথর মৌজায় হাতি তিনটি, মোট হাতির সংখ্যা ২১ টি। সকলকে জঙ্গলের দিকে যেতে নিষেধ করা হচ্ছে বন বিভাগের পক্ষ থেকে। তবে প্রায় ২১টি হাতিই অযোধ্যা পাহাড় সংলগ্ন বিভিন্ন এলাকার জঙ্গলে থাকায় এলাকার মানুষজন আ