কালনা ১: পুটশুরি এলাকায় মানসিক অবসাদ থেকে নেশা করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি
স্ত্রী ছেড়ে চলে যাবার পর বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, অন্যদিকে নেশা করেও গভীর রাতে বাড়ি ঢুকছেন ওই ব্যক্তি আর এই দুয়ের জেরে বুধবার গভীর রাতে মন্তেশ্বর থানার অন্তর্গত পুটশুরী এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি মৃত ওই ব্যক্তির নাম অশোক হাজরা। আজ বুধবার দুপুর সাড়ে তিনটা নাগাদ কালনা হসপিটালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মৃতের পরিজনদের তরফে জানা গিয়েছে তার স্ত্রী চলে যাওয়ার পরই দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগতেন তিনি।