পটাশপুর ২: এগরার নার্সিংহোম থেকে সদ্যোজাত শিশুকে চুরি করে বিক্রি,দু'বছর পর শিশুকে ফেরত পেল পটাশপুরের মা
পটাশপুর এ আর গোয়াল গ্রামের প্রসূতি প্রতিমা পাল ২০২৩ সালে এগ্রার একটি বেসরকারি হসপিটালে সন্তান প্রসবের জন্য ভর্তি হন |২৪ শে আগস্ট নার্সিংহোম পরিবারকে জানায় সদ্যোজাতের সন্তান মৃত |অভিযোগ ওঠে নার্সিংহোমের মালিক ওই নবজাতকের দু লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় |২৮শে আগস্ট শিশুটিকে টিকা দিতে নিয়ে গেলে দীঘা হসপিটালে পুলিশের হাতে ধরা পড়ে ওই মহিলা |নার্সিংহোম এর মালিক গ্রেপ্তার হয় দু'বছর আইনে প্রক্রিয়া চলার পর শিশুটিকে ফেরত পেল মা |