মেদিনীপুর: মেদিনীপুর শহরের বটতলাচক এলাকায় শুরু হলো দুর্গা পুজোর কার্নিভাল
মেদিনীপুর শহরের বটতলাচক এলাকায় শুরু হল দুর্গাপুজোর কার্নিভাল। উপস্থিত হলেন জেলা শাসক খুরশেদ আলী কাদেরী, মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া, প্রতিমন্ত্রীর শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, সাংসদ জুন মালিয়া, বিভিন্ন আধিকারিক সহ বিধায়ক অজিত মাইতি প্রমোখেরা।