করিমপুর ২: করিমপুর বিধানসভায় বিজেপির পক্ষ থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে 'একতা পদযাত্রা'
করিমপুরে বিজেপির পক্ষ থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একতা পদযাত্রা করা হল। শুনে খুব ভারত সরকার এই উপলক্ষে ২০২৪ সাল থেকে ২৬ সাল দু'বছর ব্যক্তি দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান পালনের উদ্যোগ নিয়েছে ভারত পর্ব বা sardar @150 সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে 'একতা যাত্রা' করা হলো এদিন এই একতা যাত্রার সূচনা হয় উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে এরপর জাতীয় পতাকা নিয়ে মিছিল করা হয়।