নিতুড়িয়া: বিশ্ব AIDS দিবসে নিতুড়িয়াতে রেলি পঞ্চকোট কলেজের NSS ইউনিট ও বনরা MSKএর ছাত্র ছাত্রীদের
"নো এইডস্ নো এডস্" এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব এইডস্ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার পুরুলিয়ার নিতুড়িয়ার পঞ্চকোট কলেজের এন এস এস ইউনিট থেকে একটি রেলি নিতুড়িয়ার সরবড়ি মোড় এলাকা পরিক্রমা করে।কলেজের ও বনরা এম এস কের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল রেলিতে। এছাড়াও এই রেলিতে উপস্থিত হয়েছিলেন কলেজের অধ্যাপক শুভজিৎ হালদার,সরোজ দে সহ অনান্য অধ্যাপকবৃন্দ,শিক্ষক সুনীতি গাঁতাইত,প্রদীপ চক্রবর্তী,দুলাল কবিরাজ, লক্ষ্মীকান্ত দাঁ প্রমুখ।