আউশগ্রাম ২: একপলকে দেখলে মনে হতেই পারে বিজয়ী মিছিল,ব্যান্ড বাজিয়ে সবুজ আবীর মেখে পুবারে আনন্দ হুল্লোড়ে মাতেন তৃণমূলের নেতাকর্মীরা
বিজয়ী মিছিল নয়, কিন্তু একপলকে দেখলে মনে হতেই পারে বিজয়ী মিছিল। ব্যান্ড বাজিয়ে সবুজ আবীর মেখে আনন্দ হুল্লোড়ে মেতেছেন তৃণমূলের নেতাকর্মীরা। সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ এমনই বিরল ঘটনার সাক্ষী থাকলেন আউশগ্রামের পুবার গ্রামের বাসিন্দারা। দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে। সেইমতো আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের পুনরায় সভাপতি করা হয়েছে শেখ আব্দুল লালনকে।