তেহট্ট ২: পলাশীপাড়া থানার উদ্যোগে  বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, উপস্থিত পলাশীপাড়া থানার OC
পলাশীপাড়া থানার উদ্যোগে কলকাতার সংকরা নেত্রালয়ের পক্ষ থেকে এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় পলাশী পাড়ায় একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো শনিবার। এই এলাকার মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং যাদের চশমার প্রয়োজন সেই চশমা পলাশীপাড়া থানার উদ্যোগে তুলে দেওয়া হবে তাদের হাতে। পাশাপাশি যাদের চোখের অস্ত্রপাচার প্রয়োজন তাদের সে বিষয়ে সহযোগিতা করবে সংস্থা। এদিন এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন পলাশীপাড়া থানার ওসি।