সাব্রুম: বিবেকানন্দ পল্লী, পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতে ধানের ধসা রোগ দেখা দিয়েছে,উদ্বিগ্ন কৃষকরা
বিবেকানন্দ পল্লী, পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতে ধানের ধসা রোগ দেখা দিয়েছে,উদ্বিগ্ন কৃষকরা।২১ শে সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় ধান গাছের এই সমস্য স্বিকার করেন এসএ কৃষি মহকুমা সাতচাঁদ মনোহর দাস।তিনি বলেন সাতচাঁদ কৃষি মহকুমা তড়ফ থেকে ধান গাছের এই রোগ দেখতে এলাকার যাওয়া হয়েছে,কৃষকদের সাথে কথা বলা হয়েছে।ধান গাছের এই রোগের নাম ব্লাষ্ট বা ধানের ধসা রোগ।প্রয়োজনীয় ঔষধ লিখে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ধান গাছের পাতাগুলি হলুদ,লাল বর্ন হয়ে গাছ মরে যাচ্ছে