কাশীপুর: মোটর সাইকেলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা,প্রান গেল কাদুড়ি গ্রামের যুবকের
মোটর সাইকেলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা।প্রান গেল যুবকের।পুরুলিয়া বাঁকুড়া রাস্তায় কাশীপুর থানার অদূরে ঘাট রাঙ্গামাটি গ্রামের অদূরে ঘটে দুর্ঘটনাটি।বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় কাশীপুর থানার কাদুরি গ্রামের বয়স ২৩ এর বাদসা দাস মোটরবাইকে বাড়ি আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কার্লভাটে ধাক্কা দেয়।কাশীপুর থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কল্লোলী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন যুবকের মৃত্যু হয়।