পটাশপুর ২: মান্দার বাশুলীমাতার মন্দির প্রাঙ্গণে এঞ্জেল ক্লাবের কালীপুজোর প্রতিমা দর্শন করলেন কাঁথির সংসদ
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর মান্দার বাসুলি মাতার মন্দির প্রাঙ্গনে এঞ্জেল ক্লাব আয়োজিত হয়েছে কালীপুজো এই কালীপুজোর মাতৃ প্রতিমা দর্শন করলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর সাথে সাথে ক্লাবের সকল সদস্যদের সঙ্গে দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা গিয়েছে |