খোয়াই: খোয়াই জেলা সদর শহরে সুভাষ পার্ক কোহিনোর কমপ্লেক্স সামনে রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে বৃষ্টির জল
Khowai, Khowai | Oct 6, 2025 খোয়াই জেলা সদর শহরের সুভাষ পার্ক কোহিনূর কমপ্লেক্সের সামনে রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে বৃষ্টির জল। এই জল রাস্তার পাশে থাকা ড্রেন সংকার না থাকার ফলে বেহাল দশায় পরিনত হয়েছে।