বর্ধমান ১: জাল লটারি দিয়ে পুরস্কার মূল্য হাতানোর চেষ্টার অভিযোগে বর্ধমান শহর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বর্ধমান পুলিশ
ধৃতের নাম জামির শেখ ওরফে জামি। কেতুগ্রাম থানার মোড়গ্রামের পূর্ব সোজাপুরে তার বাড়ি। ঘটনার দিনই সন্ধ্যায় বর্ধমান শহরের একটি লটারি এজেন্সির কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাল টিকিট দেখিয়ে টাকা হাতানোয় জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিশের দাবি। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে জেরায় সে পুলিশকে জানিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় একই কায়দায় প্রতারণা করে গ্যাংটি মোটা টাকা আত্মসাত করেছে বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ।